ওজন কমতেই মিটলো পার্থর আংটি রহস্য

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় বছর খানেক হতে চলেছে।

সম্প্রতি কলকাতার বিচার ভবনের সিবিআই আদালতে আইনজীবীরা বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “পার্থ যে অত্যন্ত প্রভাবশালী তার উদাহরণ হল তার হাতে থাকা তিনটি সোনার আংটি। সংশোধনাগার কর্তৃপক্ষ নির্বিকার।‌” আইনজীবীরা প্রশ্ন তোলেন, যেখানে জেলে গয়না পরে থাকার অনুমতি থাকে না, সেখানে তিনি কিভাবে সেই অনুমতি পেয়েছেন৷

রিপোর্টে জানানো হয়েছে, গতবছর আগস্ট মাসে পার্থ চট্টোপাধ্যায় যখন প্রেসিডেন্সি সংশোধনাগারে আসেন, তখন তার কাছে ছিল একটি হাতঘড়ি, একটি পেন। আর আঙুলে ছিল তিনটি সোনার আংটি৷ রিপোর্টে জানানো হয়, গত ১৯ এপ্রিল ওই শুনানির সময় পার্থর ওজন ছিল ১০০ কেজি৷ যার মানে পূর্বের চেয়ে ১০ কেজি কম। আর সেই কারণেই টেনে হলেও আংটি গুলি খুলে ফেলতে পেরেছিলেন পার্থ।