বাতিল হল পুরসভার সিদ্ধান্ত, হাই কোর্টের তরফে জানানো হলো বন্ধ করা যাবে না হুক্কা বার

হুক্কা বার বন্ধ নিয়ে দ্বন্দ্ব চলছে মহানগরীতে। এই পরিস্থিতিতে নির্দেশ কলকাতা হাই কোর্টের, কলকাতা এবং বিধাননগর এলাকায় হুক্কা বার বন্ধ করা যাবে না। এই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা৷ এদিন বিচারপতি মান্থা জানিয়েছেন, হুক্কা বার নিয়ে রাজ্যের কোনও সুনির্দিষ্ট আইন নেই৷ ফলে হুক্কা বার বন্ধের এই সিদ্ধান্তও আইন মেনে নেওয়া হয়নি৷

মহানগর এবং উপনগরী এলাকায় হুক্কা বার চালাতে কোনও বাধা নেই। কেন্দ্রীয় আইনেও সেই সুবিধা দেওয়া আছে। এর পরও হুক্কা বার বন্ধ করতে চাইলে, রাজ্য বা পুরসভাকে নতুন আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে। তার আগে পর্যন্ত হুক্কা বারগুলির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলেই সাফ জানিয়ে দেন বিচারপতি মান্থা৷ এদিন বিচারপতি মান্থা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের আইন মেনেই হুক্কা বার চলতে পারে।’’

গত বছর ডিসেম্বরের প্রথম দিকে শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার কথা ঘোষণা করে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানান, শহরের সবকটি রেস্তরাঁ কর্তৃপক্ষকে হুক্কা বার বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। সেই অনুরোধ মেনে বার বন্ধ করা না হলে, কিংবা গোপনে হুক্কা বার চালানোর চেষ্টা হলে, উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ৷ নির্দেশ মানা না হলে রেস্তরাঁগুলির লাইসেন্স রিনিউ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ফিরহাদ। কলকাতা পুরসভার নির্দেশ মেনে পদক্ষেপ করতে শুরু করে পুলিশও।