বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্না দিয়ে ডিএ আন্দোলনকারীদেরও কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, যারা বসে আছে, তারা চোর-ডাকাত। তাঁর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।
এবার ডিএ আন্দোলনকারীরা আবারও বড় পদক্ষেপ নিল। ফের একবার কর্মবিরতির ডাক দিল তারা। আগামী ৬ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যজুড়ে যাবতীয় প্রশাসনিক কাজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। ডিএ নিয়ে দীর্ঘ সময় ধরে আন্দোলন চলছে। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে তাঁদের আশা মতো কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মাঝে কর্মবিরতির ডাক দিয়েছিল তারা, ধর্মঘটের পথেও হেঁটেছিল। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি।
এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাদের ‘চোর-ডাকাত’ বলায় ধৈর্যের বাঁধ ভেঙেছে তাদের। তাই আরও একবার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তবে আপাতত মূলত দু’টি সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছে। বাকিদের কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য ছিল, ডিএ আন্দোলনে যারা বসে রয়েছেন, তারা চিরকুটে চাকরি পেয়েছিলেন। এও বলেন যে, যারা বসে আছে, তারা চোর-ডাকাত।