বৈষম্য দূর করতে ডাকা হলো বৈঠক

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি।

সেই সঙ্গেই আরও একটি বিষয়ে সরকারি কর্মীদের একাংশের মনে অসন্তোষ রয়েছে। এবার সেটা দূর করতেই উদ্যোগী রাজ্য সরকার। তাই নবান্নে বসতে চলেছে হাইপাওয়ার্ড কমিটির বৈঠক। রাজ্যের নানান স্তরের সরকারি কর্মচারী ও অফিসারদের মধ্যে বৈষম্যের অভিযোগ প্রায়ই উঠতে দেখা যায়।

নবান্নের পাশাপাশি পশ্চিমবঙ্গের নানান সেক্রেটারিয়েট কিংবা সচিবালয়ের কর্মীরা সর্বদা বাড়তি সুযোগ সুবিধা পান, পদোন্নতির ক্ষেত্রেও তাঁদের অগ্রাধিকার দেওয়া হয় বলে অভিযোগ। অন্যান্য সরকারি কর্মীরা কেন সেটা পান না? প্রায়শয়ই মাথাচাড়া দেয় এই প্রশ্ন। এবার সেই অভিযোগের নিরসন করতে উদ্যোগ নিচ্ছে সরকার। এই হাইপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।