শিলিগুড়ির বিধান মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মেয়র

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার বিধান মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেওয়া হয়।এদিন ৯জন ব্যবসায়ীকে ১লক্ষ টাকা এবং ১৪জন ব্যবসায়ীকে ৫০হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এসে ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমকে দোকানগুলি তৈরি করে দেওয়ার নির্দেশ দেন।মঙ্গলবার চেক দেওয়ার পর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, পুজোর আগেই কিছু দোকান তৈরির ব্যপারে আলোচনা হয়েছে। এছাড়াও মেয়র রিলিফ ফান্ড থেকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।