মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার বিধান মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেওয়া হয়।এদিন ৯জন ব্যবসায়ীকে ১লক্ষ টাকা এবং ১৪জন ব্যবসায়ীকে ৫০হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এসে ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমকে দোকানগুলি তৈরি করে দেওয়ার নির্দেশ দেন।মঙ্গলবার চেক দেওয়ার পর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, পুজোর আগেই কিছু দোকান তৈরির ব্যপারে আলোচনা হয়েছে। এছাড়াও মেয়র রিলিফ ফান্ড থেকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।
Related Posts
In Siliguri Mayor Gautam Deb inspects restoration work at various riverways
In a proactive step to revive the deteriorating rivers of the city, recently the Siliguri Municipal Corporation (SMC) has undertaken restoration work at several riverways. On Friday, Mayor Gautam Deb actually inspected the ongoing work at the Jorapani River at…
শিলিগুড়ির চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের শাবক
শিলিগুড়ি মহাকুমার অন্তর্গত গঙ্গারাম চা বাগানের মুনি ডিভিশন থেকে উদ্ধার হলো চিতাবাঘের শাবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো শনিবার সকালে। জানা গেছে, এদিন সকালে চা বাগান শ্রমিকেরা বাগানে পাতা তোলার কাজ করতে গেলে এই চিতা বাঘের শাবক গুলিকে দেখতে পায়। এরপর…
SMC faces hurdles during eviction campaign in Nivedita Road, Champasari
Siliguri, July 30: In its ongoing anti-encroachment drive, the Siliguri Municipal Corporation (SMC) faced major hurdles while demolishing shops encroaching on roads and drains on Nivedita Road in Champasari.According to reports, a demolition campaign had started in the vegetable market…