টেটের পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ করল সিবিআই। ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকে নিয়োগের যাবতীয় তথ্য চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই ২০১৪ সালের টেটের ফলাফলের ভিত্তিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য চেয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে। চিঠি পাওয়ার পরই তথ্য সংগ্রহে চূড়ান্ত তৎপরতা দেখাতে শুরু করেছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।

হাইকোর্টের নির্দেশে রাজ্য জুড়ে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই ও ইডি। ইতিমধ্যেই বিভিন্ন বছরের টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিরাট দুর্নীতির খোঁজ পাওয়া গেছে। সিবিআই-এর তরফে সুনির্দিষ্ট কী কী তথ্য চাওয়া হয়েছে সে সম্পর্কে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিষ্কার করে না বললেও সিবিআইয়ের চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।