বড় অভিযোগ, সৌরভের জমি দখলের চেষ্টা

আচমকাই বিপদে পড়লেন দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্তসহায়কের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা এলাকায় পাঁচিল ঘেরা জমির তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। মহেশতলা থানার পুলিশ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে।

তদন্ত চলাকালীন সুপ্রিয় ভৌমিক নামের ওই অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার প্রশ্নোত্তর পর্বে যে জবাব দিয়েছেন তাতে ব্যাপারটা আরও প্যাঁচালো হয়ে গিয়েছে। তিনি জানান যে ওই জমির আশেপাশে ওই জমিনের নিরাপত্তা রক্ষীকে কিছু দুষ্কর্ম করতে বাধা দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

যদিও সৌরভের জমির নিরাপত্তারক্ষী সেই দাবি উড়িয়ে দিয়েছেন। এমনকি ওইদিনই থানায় অভিযোগ জানানোর পর তার কাছে হুমকি ফোন এসেছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। তার জবাবে সুপ্রিয় জানিয়েছেন দীর্ঘদিন ধরে ওই জমিতে বেশ কয়েকজনের আড্ডা দিয়ে অসামাজিক কিছু কাজকর্ম করার চেষ্টা করেন যে ব্যাপারে মদত রয়েছে ওই নিরাপত্তারক্ষীর। নিজের এই দাবির প্রমাণও তার কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি।