সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল বিলাসবহুল রিসোর্ট। অবশেষে প্রশাসনের তরফে সিল করে দেওয়া হয় রিসোর্টটি। জানা গিয়েছে, মাটিগাড়া ব্লকের অন্তর্গত চম্পাসরি গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি মৌজা এলাকায় রিসোর্টটি সরকারি খাস জমিতে তৈরি হয়েছে বলে খবর পান মাটিগাড়া ব্লক প্রশাসনের আধিকারিকরা। এরপর এদিন ওই এলাকায় গিয়ে রিসোর্টের গেটে তালা মেরে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এছাড়াও মহকুমা শাসকের দ্বারা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় ওই রিসোর্টে। মঙ্গলবার মাটিগাড়া ব্লকের বিডিও বিশ্বজিৎ দাস, ভূমিদপ্তরের আধিকারিক ও পুলিস প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ওই অবৈধ রিসোর্টটি সিল করে দেয়।
Related Posts
কেন শাশুড়িকে খুন করলেন বৌমা?
কর্তব্যরত পুলিশ আধিকারিককে ভোরবেলা থানায় এসে এক মহিলা জানিয়েছিলেন, তিনি তাঁর শাশুড়িকে খুন করেছেন। ওই আধিকারিক মহিলার মুখে এই কথা শুনে চমকে যান। ওই মহিলাকে সঙ্গে সঙ্গে নিয়ে এসে পুলিশ তাঁর বাড়ি থেকে উদ্ধার করে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ। অভিযুক্ত…
A small attempt at greening by Siliguri’s female auto driver
In a small attempt at greening, a tree filled with totos was planted by Munmun Sarkar, a woman toto driver from Siliguri. In today’s era, trees are being cut down day by day to build housing. As a result, the…
মালদহে প্রাক্তন জেলা সভাপতি ও বর্তমান কাউন্সিলরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন
মালদহে প্রকাশ্য দিবালোকে শুট আউট। গুলি করে খুন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার।ঝলঝলিয়ার মহানন্দাপল্লী এলাকায় একটি বাইকে করে তিনজন গুলি চালায়।পরপর গুলি চালানো হয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে।একটি গুলি লাগে মাথায় ও আরও দুইটি শরীরে। সংকটজনক পরিস্থিতিতে…