বিলাসবহুল রিসোর্ট সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে

সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল বিলাসবহুল রিসোর্ট। অবশেষে প্রশাসনের তরফে সিল করে দেওয়া হয় রিসোর্টটি। জানা গিয়েছে, মাটিগাড়া ব্লকের অন্তর্গত চম্পাসরি গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি মৌজা এলাকায় রিসোর্টটি সরকারি খাস জমিতে তৈরি হয়েছে বলে খবর পান মাটিগাড়া ব্লক প্রশাসনের আধিকারিকরা। এরপর এদিন ওই এলাকায় গিয়ে রিসোর্টের গেটে তালা মেরে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এছাড়াও মহকুমা শাসকের দ্বারা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় ওই রিসোর্টে। মঙ্গলবার মাটিগাড়া ব্লকের বিডিও বিশ্বজিৎ দাস, ভূমিদপ্তরের আধিকারিক ও পুলিস প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ওই অবৈধ রিসোর্টটি সিল করে দেয়।