সর্বনিম্ন রাজ্যের সংক্রমনের সংখ্যা

বিগত একমাস ধরে স্বস্তি দিচ্ছে দেশের ও রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আজ ভারত সরকার আতঙ্কের খবর শুনিয়ে বলেছে যে দেশে খোঁজ মিলেছে নতুন করোনাভাইরাস প্রজাতির। এই দুশ্চিন্তার মাঝেই বাংলার করোনা গ্রাফ নিয়ে স্বস্তি বহাল থাকল আজও। গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা আরো কম এবং সুস্থের সংখ্যা যথেষ্ট আশ্বস্ত করে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১২ জনের। আর নির্দিষ্ট সময়ে করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৬৬৭ জন। সংক্রমনের শীর্ষে কলকাতা থাকলেও তুলনামূলকভাবে আজ সেখানেও সংক্রমণের মাত্রা কম। আজ শহরে আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ১২২ জন। সবমিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৭ হাজার ৪০৮ জন। পাশাপাশি মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৫ লক্ষ ৯০ হাজার ২৯৮ জন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫১০ জনের। এই মুহূর্তে বাংলার অ্যাক্টিভ রোগীর সংখ্যা মাত্র ৭ হাজার ৬৯০ জন। 

এদিকে করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে আতঙ্ক ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে কারণ ভারতের দুজনের শরীরে ধরা পড়েছে এই নতুন প্রজাতি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দুজনেই কর্নাটকের বাসিন্দা। বছর ৪৬ এবং বছর ৬৬-র দুজন পুরুষ আক্রান্ত হয়েছেন এই নতুন প্রজাতির ভাইরাসে বলে জানা গিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়তেই কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে যথাযথ কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে এই প্রজাতি কোনভাবেই ছড়িয়ে পড়তে না পারে।

তবে এই নতুন প্রজাতি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞানীরা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাননি জানিয়ে গবেষণা এখনো চলছে। এখনো পর্যন্ত এই ভাইরাস যে বিরাট ভয়ঙ্কর রূপ নেবে সেটা বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ভ্যাকসিন কতটা কার্যকরী হবে এই প্রজাতির বিরুদ্ধে সেটাও স্পষ্ট নয়। তাই স্বাভাবিকভাবে এই প্রজাতি নিয়ে আতঙ্ক বাড়ছে। আপাতত বিজ্ঞানীরা প্রচেষ্টা চালাচ্ছেন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটা জানার জন্য যে আদতে এই নতুন ভাইরাস কতটা সংক্রামক হয়ে উঠবে আগামী দিনে।

Leave a Reply