প্রকাশিত হলো আগামী বছরের ছুটির তালিকা

চলছে পূজার মরশুম, দুর্গোৎসব শেষ হতেই প্রস্তুতি শুরু কালীপূজার৷ রাত পোহালেই শুরু পূজা। এই মরশুমেই আগামী বছরের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। ন্যাশনাল ইম্পর্ট্যান্স আইন তথা এনআই অ্যাক্ট অনুযায়ী ২০২৪ সালে সব মিলিয়ে ৪৫ দিন ছুটি।

দুর্গাপুজোর ছুটির তালিকা: দ্বিতীয়া ও তৃতীয়া পড়েছে শনি ও রবিবার। অর্থাৎ দ্বিতীয়া থেকেই ছুটি শুরু। লক্ষ্ণী পুজো ১৬ অক্টোবর পড়লেও তার পরের দু’দিন ১৭ ও ১৮ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা হয়েছে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীর ছুটি। তারপরের দুদিন শনি ও রবিবার ছুটি। সবে বরাত পড়েছে ২৬ ফেব্রুয়ারি শুক্রবার। পরেরদিন দুদিনও ছুটি।

শিবরাত্রি ৮মার্চ শুক্রবার, টানা ৩ দিন ছুটি। দোলযাত্রায় জন্য ২৫ মার্চ সোমবার ছুটি। তার আগে শনি ও রবিবার। ২৬ মার্চও ছুটি, অর্থাৎ টানা ৪ দিন ছুটি। ১৯ অগস্ট রাখী বন্ধন সোমবার। তার আগেও দুদিন ছুটি। জন্মাষ্টমীও পড়েছে সোমবার ২৬ অগস্ট। ভাইফোঁটাও পড়েছে সোমবার। অর্থাৎ তার আগেও ছুটি।