শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। চলতি বছর ঘুরলেই শুরু হবে নতুন বছর। ২৩ পেরিয়ে বর্তমানে ২৪ এর পথে এগোচ্ছি আমরা। আর এই ডিসেম্বর মাসেই রয়েছে একাধিক ছুটির দিন।
ডিসেম্বরের প্রথম দিকে অতটা ছুটি না থাকলেও ২৫ ডিসেম্বর থেকে নতুন বছর পর্যন্ত টানা এক সপ্তাহ। তবে এবার ক্রিসমাস ইভের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর পড়েছে রবিবার। অর্থাৎ এমনিতেই ছুটির দিন। আর তারপরের দিন ২৫ ডিসেম্বর বড়দিন পড়ায় ছুটি থাকছে। অর্থাৎ টানা ছুটির দিন শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকেই।
২৭ নভেম্বর – গুরু নানক জয়ন্তী, পার্শ্বনাথের রথযাত্রা, ২০ ডিসেম্বর- মহর্ষি বাল্মিকী জয়ন্তী, ২৪ ডিসেম্বর – ক্রিসমাস ইভ, ২৫ ডিসেম্বর – বড়দিন, ৩১ ডিসেম্বর – নিউ ইয়ার ইভ, ১ জানুয়ারি – নিউ ইয়ার