সরকারের তরফে ছুটি বাতিল হলো একাধিক কর্মীর

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন পুজোর আগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস সবকিছুই এখন চিন্তার কারণ আপামোর বঙ্গবাসীর। একই সাথে আবার থাবা বসিয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া।

একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে রোগভোগ, সব মিলিয়ে কপালে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের। ডেঙ্গু-ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণও হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে ৭১ হাজার বিদ্যুৎ কর্মীর ছুটি বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার।

কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন, কলকাতার ১, ১০ এবং ১৩ নম্বর বোরোতে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত রয়েছে। সম্প্রতি রাজ্যের পক্ষ থেকে পেশ করা একটি তথ্য দেখা যাচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গিয়েছে।