দিদির দূত কর্মসূচিতে শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় এলেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেশ্বর রায়। সোমবার সকালে তিনি ওই এলাকায় এসে পৌঁছান, এরপরই এলাকার বিভিন্ন জায়গায় যান সেখানে গিয়ে স্থানীয় মানুষদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ সমস্যাগুলি শোনেন। এদিন বিধায়ককে সামনে পেয়ে প্রচুর মানুষ এলাকার বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেন। অন্যদিকে, এলাকার মানুষদের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি শিশুদের সাথেও বেশ কিছুক্ষণ সময় কাটান বিধায়ক।
Related Posts
শুরু হল কোচবিহার মহিলা জেলা ফুটবল লিগ
জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত তৃতীয় বৎসর মহিলা জেলা ফুটবল লিগ কাম নকআউট প্রতিযোগিতা শুরু হলো বলরামপুরে।জেলার গৌরব ভারতীয় মহিলা ফুটবল দলের ( অনুর্ধ ১৯) সদস্য তানিয়া কামতি এইদিন জেলা ফুটবল লীগের শুভ সুচনা করেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ…
জলপাইগুড়িতে রাজ্যপাল, আগমন ঘিরে উৎসবের আমেজ রাষ্ট্রায়ত্ত্ব স্টেট ব্যাঙ্কে
সত্তরের দশকে তিনি ছিলেন রাষ্ট্রায়ত্ত্ব স্টেট ব্যাঙ্কের জলপাইগুড়ি জেলা শাখার অফিসার। কর্মসূত্রে তখন তিনি ছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা। সেই সুবাদে জলপাইগুড়ি শহরে এসে প্রাচীনতম এই ব্যাঙ্ক ভবন পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের আগমনকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছিল…
PLASMA THERAPY COMMENCES IN NBMCH, DR ANIRBAN ROY BECOMES FIRST DONOR
As per the instructions of state government, Plasma Donate Campcommenced in the North Bengal Medical College and Hospital(NBMCH) from today.While Dr Anirban Roy became the first plasma donor in NorthBengal, Siliguri Subdivision Council opposition leader, KajalGhosh also donated his plasma.According…