দিদির দূত কর্মসূচিতে শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় এলেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেশ্বর রায়। সোমবার সকালে তিনি ওই এলাকায় এসে পৌঁছান, এরপরই এলাকার বিভিন্ন জায়গায় যান সেখানে গিয়ে স্থানীয় মানুষদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ সমস্যাগুলি শোনেন। এদিন বিধায়ককে সামনে পেয়ে প্রচুর মানুষ এলাকার বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেন। অন্যদিকে, এলাকার মানুষদের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি শিশুদের সাথেও বেশ কিছুক্ষণ সময় কাটান বিধায়ক।
Related Posts
শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় বনধের প্রভাব
২৭শে সেপ্টেম্বর কৃষক সংগঠনের ডাকা বনধের প্রভাব শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। সোমবার দফায় দফায় বনধ সমর্থনকারীদের মিছিল লক্ষ্য করা যায় শহর শিলিগুড়িতে। একদিকে অল ইন্ডিয়া সংগঠন ডিএসএসসিআই যৌথ মিছিল বার করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অপরদিকে অন্য একটি…
দীর্ঘ পাঁচ ঘন্টা পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠল অবরোধ
কামতাপুর রাজ্য এবং ভাষার দাবিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম নামে যৌথভাবে রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছেন কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। মঙ্গলবার নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় সকাল ছয়টা থেকে রেল রোকো আন্দোলন শুরু হয়।…
General meeting of Cooch Behar district committee is going to be held on February 18
The general meeting of Cooch Behar District Committee of West Bengal State Government Employees Federation is going to be held at Rabindra Bhaban, Cooch Behar on February 18. District President of the organization Gautam Roy spoke about this event in…