এই মুহূর্তে খবরের শিরোনামে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’! এই ছবির গল্প নিয়ে চর্চার তোড়জোড় গোটা দেশ জুড়ে। গতকাল বাংলায় এই ছবি একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যেখানে এই ছবি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়েই রাজ্য জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। এবার মমতার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মোদীর মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, “এই ছবি নিষিদ্ধ করে ভুল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক তাপস রায় বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন সরকারের মুখপাত্র। তিনি যে ভাষায় কথা বলছেন, তাতে মনে হচ্ছে প্রশাসনিক শালীনতাবোধ বলে ওদের কাছে কিছু নেই। যা আছে তার সবটাই রাজনীতি।” প্রসঙ্গত, রাজ্যে শান্তি সৌহার্দ্য বজায় রাখতে কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।