ভাঙড়ে অশান্তির পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই রিপোর্ট তলব বিচারপতির

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। ভোটের আগেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটেছে একের পর এক প্রথম দিন থেকেই মননয়ন পর্বকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়, ক্যানিং-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গা। রক্তাক্ত হয়েছে বাংলা।

এই ভাঙড়েই মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তির জেরে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যার জেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার প্রানহানির ঘটনায় সরাসরি রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মনোনয়ন জমা করতে না পেরে আইএসএফ এবং বিজেপি প্রার্থীরা হাই কোর্টের দ্বারস্থ হন।

অভিযোগ ছিল ভাঙড়-সহ দুই ২৪ পরগনার একাধিক কেন্দ্রে মনোনয়ন জমায় বাধা দেওয়া হচ্ছে। এরপর বিরোধী প্রার্থীদের এসকর্ট করে নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ, তেমন কড়া নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। আগামী মঙ্গলবারের মধ্যে সেই রিপোর্ট জমা করতে হবে রাজ্যকে। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।