চলছে তদন্ত, করমণ্ডল দুর্ঘটনা নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি দেশে ঘটে গিছিল মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। নিঃস্ব হয়ে গিয়েছে অসংখ্য পরিবার। করমণ্ডল দুর্ঘটনার তদন্তে বাহানাগা বাজার স্টেশনে গিয়ে রেলকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

কেন্দ্রীয় এজেন্সি যখন এই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তখনই রটে যায়, এক জুনিয়র ইঞ্জিনিয়ার জেরায় উপস্থিত নেই। তিনি ঘা ঢাকা দিয়েছেন। তারপর নাকি সিবিআই ওই জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িও সিল করে দিয়েছে। এরপরেই কড়া বিবৃতি দিল রেল। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী বলেছেন, ‘বাহানাগা বাজারের কোনও রেলকর্মী নিখোঁজ হননি। প্রত্যেকে উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতা করছেন।’

করমণ্ডল দুর্ঘটনাকে এই শতাব্দীর এখনও পর্যন্ত ভয়াবহ দুর্ঘটনা হিসাবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, দু’টি দু’মুখো এক্সপ্রেস ট্রেন এবং একটি মালগাড়ির সংঘর্ষ ভারতীয় রেলের ইতিহাসেও বিরল। গোড়া থেকেই সিগন্যালিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।