বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। তদন্ত চলছে ঝড়ের গতিতে। সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ইডি আধিকারিকরা। কার্যত প্রাণ হাতে নিয়ে পালাতে হয় তাঁদের।
ইডি পেটানোর সেই ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। এবার সেই বিষয়েই খোঁজ খবর করতে মিনাখাঁ পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির ওপর হামলার ঘটনার তদন্তভার গ্রহণের পর থেকে একাধিকবার সন্দেশখালি গিয়েছে সিবিআই আধিকারিকদের দল।
সকালে মিনাখাঁর একটি ইটভাটায় হানা দেন তাঁরা। এই ইটভাটার মালিক শাহজাহান-ঘনিষ্ঠ। পাশাপাশি এখানকার একজন কর্মী ইডি পেটানোর ঘটনায় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। ভাটার ম্যানেজারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের সঙ্গে ছিলেন।