বড় কোনো অ্যাকশন নিতে চলেছে গোয়েন্দা দফতর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের একের পর এক দুর্নীতির তদন্তে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই উত্তপ্ত পরিস্থিতিতেই গত শুক্রবার এবার কলকাতায় ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র।

সেই থেকেই জল্পনা ছিল যে এবার বড় কিছু ঘটতে চলেছে বাংলায়। তবে এই দুদিনে কেন্দ্রীয় এজেন্সির কোনও রকম অ্যাকশন না দেখা গেলেও নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্সের অন্দরে ফের গুঞ্জন শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই সপ্তাহেই বড় কিছু করতে পারে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি।

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর বছর ঘুরলেই লোকসভা। এবার এই উত্তপ্ত পরিস্থিতিতে তদন্তকারী সংস্থার তৎপররা দেখে কারও কারও মনে আবার বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত রাজনীতির সঙ্গে ওতোপ্রত ভাবে জড়িত। পরবর্তীতে এই বিষয় কোন দিকে যাচ্ছে তাও আন্দাজ করার চেষ্টা করছেন অনেকেই। তবে কি হবে বা কি হতে চলেছে, এসব প্রশ্নের উত্তর মিলবে সময় এলেই।