বিগত বেশ কিছু বছর ধরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে খাস কলকাতার গড়িয়াহাট অঞ্চলের একটি ক্যাফেটেরিয়া।
সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির গড়িয়াহাটের অফিস থেকে খানিকটা দূরে অবস্থিত এই ক্যাফেটেরিয়া। সেখানেই নাকি প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক আধিকারিকদের সঙ্গে সংস্থার কর্তাদের নিয়মিত বৈঠক হতো।
CBI-র দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা মানিক ভট্টাচার্যও নাকি বেশ কয়েকবার ওই ক্যাফেটেরিয়ায় বৈঠক করেছেন। ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার আধিকারিক এবং কর্তাদের সঙ্গে মানিকের ওই বৈঠকগুলি হয়েছে।