রাজ আমলের নিয়ম নিষ্ঠা মেনে ই উদ্বোধন হলো ঐতিহ্যবাহী রাস উৎসবের। রাস উৎসবের উদ্বোধন করলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। রাজ আমল থেকে হয়ে আসছে এই রাস উৎসব। কোচবিহারের মদনমোহন মন্দির স্থাপনের পর থেকে এই মদনমোহনের রাস উৎসব হয়ে আসছে। এই রাস উৎসবের উদ্বোধনে এক সময় কোচবিহারের মহারাজা নিজেই পুজোয় অংশগ্রহণ করতেন এবং কোচবিহারবাসির মঙ্গল কামনা করতেন।বর্তমানে কোচবিহারের জেলাশাসক রাস উৎসবের উদ্বোধন করেন এবং কোচবিহার বাসির মঙ্গল কামনায় রাস উৎসবের পুজোয় অংশগ্রহণ করেন।বর্তমানে রাজা নেই তাই এই মন্দিরের দেখাশোনা করেন দেবত্রট্রাস্ট বোর্ড। দেবত্র ট্রাস্টবোর্ডের সভাপতি হিসেবে কোচবিহার জেলা শাসক এই রাস উৎসবের উদ্বোধন করেন। রাজ আমলের এই ঐতিহ্যবাহী রাস উৎসব কোচবিহারের মহারাজাদের ধর্মনিরপেক্ষতার এক নিদর্শন। রাজ আমল থেকে এই রাস উৎসবের রাস চক্র তৈরি করে আসছেন এক মুসলিম পরিবার।বংশ পরম্পরায় আলতাফ মিয়ার পরিবার এই রাস উৎসবের রাসচক্র তৈরি করে।এই বছর আলতাফ মিয়ার ছেলে আমিনুর হোসেন রাস চক্র তৈরি করেন। লক্ষ্মী পূজার পর থেকে নিরামিষ ভোজন করে তিনি এই রাস চক্র তৈরির কাজ শুরু করেন।রাস পূর্ণিমার দিন তিনি মদনমোহন মন্দিরে এই রাস চক্র স্থাপন করেন আর এই রাস চক্র ঘুরিয়ে শুরু হয় রাস উৎসব।সন্ধ্যায় কোচবিহার বাসির মঙ্গল কামনায় পুজোয় বসেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।পুজো সম্পন্ন করেন দেবত্ব ট্রাস্টবোর্ড পুরহিত ভগবতী মিশ্র । রাত ৮ টা ৫০ মিনিটে রাস চক্র ঘুরিয়ে রাস উৎসবের উদ্বোধন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এরপর সাধারণ ভক্তদের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয়।এই রাস উৎসবকে কেন্দ্র করে কোচবিহার মদনমোহন মন্দির এর পাশে অবস্থিত রাসমেলা ময়দানে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে রাস মেলার আয়োজন করা হয়। কুড়ি দিন যাবত চলবে এই মেলা। ইতিমধ্যেই রাস মেলা ময়দানে দূরদূরান্ত থেকে প্রসার নিয়ে এসেছে ব্যবসায়ীরা। সার্কাস, নাগরদোলা সহ এই মেলায় থাকছে নানান বিনোদনের ব্যবস্থা।
Related Posts
মানব পূজা অনুষ্ঠিত হলো দিনহাটায়
প্রতি বছরের মত এইবছরেও দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হলো মানব পূজা।শনিবার দুপুরে এই মানব পূজা অনুষ্ঠিত হয়।এইবছরের এই মানব পূজা ১১ তম বর্ষে পদার্পণ করল। গত ১০ বছর ধরে শিব জ্ঞানে মানুষরুপী ভগবানকে পুজো করার রীতি চলে আসছে বয়েস…
কোচবিহার রাজাবাজারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত গর্ভবতী মহিলা সহ দুই
বৃহস্পতিবার কোচবিহার রাজাবাজার এলাকায় মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষে আহত এক গর্ভবতী মহিলা সহ দুইজন। স্থানীয় সূত্রে জানা যায় দুই দিক থেকে দুটি বাইক একজন হরিণচড়া দিকে যাচ্ছিল এবং অপরজন স্ত্রী ও সন্তানকে নিয়ে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় রাজাবাজার বাঁধের…
টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন ও কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা দিলেন ২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা।শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা…