চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও পথে নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ সহ হিন্দু সংগঠনগুলি।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। ছাত্র সংগঠনের আন্দোলনের জেরে গত অগাস্ট মাসে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে গঠিত হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের শাসনে সেখানে সংখ্যালঘুদের উপর ক্রমেই অত্যাচার বেড়ে চলেছে বলে অভিযোগ। সম্প্রতি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকেই উত্তাল রয়েছে ওপার বাংলা।
এদিকে বাংলাদেশের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপরই প্রতিবাদে ফেটে পড়ে পশ্চিমবঙ্গের হিন্দু সংগঠনগুলি৷ বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে হিন্দু জাগরন মঞ্চ সহ হিন্দু সংগঠনের সদস্যরা প্রতিবাদ মিছিল করে। মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু করে হিলকার্ট রোড ধরে মহকুমাশাসকের দফতর পর্যন্ত যায়। সেখানে কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা।এদিকে এদিনের মিছিলকে কেন্দ্র করে কোনভাবেই যাতে কোনো অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে আঁটোসাটো পুলিশি নিরাপত্তা ছিল