এখনো দগদগে রয়েছে পুরোনো স্মৃতি। বেশ কয়েক মাস আগেই উত্তাল হয়েছিল বাংলাদেশ। সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর ব্যাপক আক্রমণের ঘটনা ঘটেছিল যা তোলপাড় ফেলেছিল ভারত সহ একাধিক দেশেই। এবার ফের একবার উত্তপ্ত পরিবেশের সাক্ষী হতে হল বাংলাদেশকে। আবার সেখানে হামলা চালানো হল ইসকন মন্দিরে। জানা গিয়েছে, মন্দিরে ঢুকে মারধর করা হয়েছে পুরোহিতকে, তারপর চলেছে দেদার লুট। আহত কমপক্ষে ২০০।
এই ঘটনায় আবারও চরম পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনুমান করা হচ্ছে এই ঘটনায় দাঙ্গা লেগে যেতে পারে। কারণ পুলিশের কাছে অভিযোগ এসেছে, হাজি শফিউল্লা নামে এক ব্যক্তির নেতৃত্বে এই হামলা হয়েছে ইসকন মন্দিরে। দোলের আগের রাতে হিন্দুদের ওপর এমন হামলার ঘটনা পরিকল্পিত বলেই মনে করছে সকলে। দোষীদের কড়া শাস্তির দাবিতে আওয়াজ তুলতে শুরু করেছে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। তবে আচমকা কেন তারা এইভাবে ইসকন মন্দিরে হামলা চালানো, কীসের কারণে এই ঘটনা ঘটল তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।
তবে ঘটনার তদন্ত তারা শুরু করেছে এবং খুব তাড়াতাড়ি গোটা বিষয়ে জানা যাবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে। গত বছর পুজোর সময় বাংলাদেশের কুমিল্লাতে দুর্গা মণ্ডপ ভাঙচুরের ঘটনা ঘটে। একটি মণ্ডপে প্রতিমার পায়ের কাছে ইসলামের পবিত্র কোরান রাখা হয়েছিল বলে অভিযোগ উঠতেই বিরাট দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় সেখানে। জায়গায় জায়গায় বাড়ি-ঘর ভাঙচুর, হিন্দুদের মারধরের মতো ঘটনা ঘটেছিল। আবার সেই একই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার চেষ্টাই চালাচ্ছে বাংলাদেশ পুলিশ।