গরম বাড়তে চলেছে আরো

ভুল হলো পূর্বাভাস। দু’দুটি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বাংলায় এমন আভাস ছিল। কিন্তু কোথায় কী? সেই রকম কোনও প্রভাব বাংলাতে পড়েনি, বৃষ্টিও হয়নি। উলটে এখন জানা গেল, তাপপ্রবাহ বাড়বে পশ্চিমবঙ্গে। আগামী কয়েক দিনে তাপমাত্রার বদল হবে এবং তা উত্তাপ বাড়াবে। যদি কেউ ভেবে থাকেন যে আগামী কয়েক দিনে হয়তো কালবৈশাখী আসবে, তাহলে তিনিও বড় ভুল ভেবে ফেলেছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত সেই সম্ভাবনাও কম।

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের হার বাড়বে জেলায় জেলায়। কমপক্ষে চার জেলায় সতর্কতা দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ব্যাপক হারে তাপপ্রবাহ বাড়ার অনুমান করা হচ্ছে। পাশাপাশি কলকাতাতেও বাড়তে চলেছে গরম বলে পূর্বাভাস। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই হতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। শেষ কয়েক দিন ধরেই কিছুটা কিছুটা করে তাপমাত্রা বেড়েছে। সকালের পর বেলা বাড়তেই হাঁসফাঁস করতে শুরু করেছে বঙ্গবাসী। সেই অস্বস্তি যে আরও বাড়ছে তা বলাই বাহুল্য। কালবৈশাখীর পাত্তা নেই তাই বৃষ্টি কবে হতে পারে সেটাও অজানা।

কিছুদিন আগে পর্যন্তও বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু অল্প কয়েক দিনের মধ্যে বিরাটভাবে পরিবর্তন হয়েছে আবহাওয়ার। বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলার বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানান হয়েছিল। এছাড়াও দক্ষিণবঙ্গে কলকাতা সহ আশেপাশের এলাকায় এদিকে  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেসব অতীত। শুধু গরম আর তাপপ্রবাহ বর্তমান।