এবার থেকে শুনানি হবে ভার্চুয়াল

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ২৩ অগাস্ট মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে জেল হেফাজতে পাঠায় আদালত। তারপর থেকে জেলেই রয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার। এবার কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়। আদালতে আর সশরীরে হাজিরা দিতে নাও হতে পারে সঞ্জয় রায়কে।

আদালতে আর ধৃত সিভিক ভলেন্টিয়ারকে না আনার সিদ্ধান্ত নেওয়া হল। আরজি কর ধর্ষণ ও খুনের বিচার পর্ব ভার্চুয়ালি হবে। জানা গিয়েছে, নিরাপত্তার কারণে আর শিয়ালদহ আদালতে সশরীরে হাজির করানো হবে না সঞ্জয় রায়কে।

প্রেসিডেন্সি সংশোধনাগারেই আলাদা ঘরে বসে ভার্চুয়াল মাধ্যমে বিচার পর্বে অংশ নেবে এই সিভিক। আদালতে হাজির থাকবে দুই তরফেরই আইনজীবী, সাক্ষী সকলেই। বিচার পর্বও রুদ্ধদ্বার কক্ষেই হবে। জেলেও রুদ্ধদ্বার কক্ষেই শুনানি হবে। শুধুমাত্র ধৃত সিভিক ক্যামেরার সামনে বসে শুনানিতে হাজির হবে।