পিছিয়ে গেলো মামলার শুনানি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আপার প্রাইমারি নিয়ে বড় আপডেট।

উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ মামলায় কোনো নির্দেশ না দিয়ে ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলাতে আরও অপেক্ষা বাড়ল চাকরিপ্রার্থীদের। পরবর্তী শুনানির তারিখ ২৮ জুন।

আদালত সূত্রে খবর, আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশন ও এসএসসির নিজেদের বক্তব্য রেখেছে। আপার প্রাইমারি মামলায় হাজার হাজার চাকরি প্রার্থী আশায় বসে ছিলেন। তবে আপাতত কোনোটাই হচ্ছে না। জানা গিয়েছে প্রায় প্রথম দফায় মোট ৮৯০০ জনের প্রথম কাউন্সেলিং হয়েছে। দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে।