শক্তি বাড়াচ্ছে তৃণমূল

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ধীরে ধীরে সংগঠন বাড়িয়ে ওজন বাড়ছে তৃণমূলের। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়বে তৃণমূল, জানালেন দলের চেয়ারপার্সন।

বাংলাদেশের দল তৃণমূল বিএনপি গঠন হওয়ার পর থেকেই অন্যান্য একাধিক দল থেকে গুরুত্বপূর্ণ নেতারা তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছিলেন। গত সেপ্টেম্বর মাসে এই দলে যোগদান করেছিলেন শমসের মবিন চৌধুরী। যোগ দিয়েছিলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দেকার। এবার তৃণমূল-বিএনপিতে যোগ দিলেন দেশের বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্তা, সাংবাদিক এবং আইনজীবী।

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দেকার বলেন, ‘তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস। এটি হবে মানুষের দল। কোনও প্রাইভেট কোম্পানি নয়। বিএনপির অনেক নেতার নামে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হচ্ছে। পুলিশ যাকে পারছে তার বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু তৃণমূল বিএনপি করার জন্য যেন কারওর বিরুদ্ধে মামলা দেওয়া না হয়।’