রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে চিন্তা রাজ্যপালের

রাজ্য সরকার ও রাজ্যপালের মাঝের দ্বন্দ্ব বরাবরের। রাজ্যের আইন-শৃঙ্খলা, পুলিশি ব্যবস্থা, প্রশাসনিক বিষয় নিয়ে এতদিন ধরে মন্তব্য করে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রতি ক্ষেত্রেই বিস্তর প্রশ্ন থেকেছে তাঁর, রাজ্যের পরিস্থিতি যে ভাল নয় তা বহুবার দাবি করেছেন। একেবারে বিজেপি বা বিরোধী দলের সুরের সঙ্গে তাঁর সুর মিলছে এমনও দেখা গিয়েছে। তা নিয়ে কম সমালোচনা করেনি শাসক দল। বর্তমানেও রাজ্যপাল-রাজ্য সংঘাত কম কিছু ঘটেনি। এবার আবার সেই সংঘাত লাগল বলে। কারণ এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আওয়াজ তুললেন তিনি।

এদিন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল দেখে রাতে ঘুম হচ্ছে না তাঁর। রাজ্যপালের নিশানায় রয়েছেন উপাচার্যরা। তাঁর কথায়, তারা সবাই ইউনিয়ন নিয়ে ব্যস্ত, তলব করলে কেউ আসতে চান না। এক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন রাজ্যপাল। স্পষ্ট জানিয়েছেন, এইভাবে চলতে থাকলে কাউকে রেয়াত করা হবে না। তবে রাজ্যপালের এই মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেসও। সদ্য ঘাসফুল শিবিরে আসা প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার তাঁকে একহাত নিয়ে বলেছেন যে, তাঁর কোনও অধিকার নেই বাংলার শিক্ষা, সংস্কৃতিকে অপমান করার।

উল্লেখ করা প্রয়োজন, এর আগে বহুবার একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। তবে কেউই রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেননি। অনেক বার তলব সত্ত্বেও কেউ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেনি। গত বছর এই ইস্যু নিয়েই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বাকযুদ্ধ হয় রাজ্যপাল জগদীপ ধনকড়ের। এবার শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁর মন্তব্যের কী প্রতিক্রিয়া দেন খোদ শিক্ষামন্ত্রী তাই দেখার।