ফের জোর ধাক্কা খেলো সরকার

রাজ্যের বিপরীতে গেলো রায়, আবারও বড় ধাক্কা খেল রাজ্য! হলদিয়া পেট্রোকেম সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি শম্পা সরকার। অন্তর্বর্তী নির্দেশে আদালত জানিয়েছে, কলকাতা পুরসভার অধীন নিজেদের কোনও স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রি কিংবা হস্তান্তর করতে পারবে না সরকার।

আরও জানানো হয়েছে, ক্যামাক স্ট্রিটে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিয়মের ‘প্রতীতি’ ভবনও বিক্রি, হস্তান্তর অথবা লিজ দেওয়া যাবে না। নতুন বছরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আগামী ৩ জানুয়ারি আবার এই মামলার শুনানি হবে। জাস্টিস সরকারের নির্দেশ, সেই দিন সব পক্ষকে নিজেদের বক্তব্য হলফনামার আকারে জানাতে হবে।

হলদিয়া পেট্রোকেম সম্বন্ধিত এসেক্স ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্টের মামলায় রাজ্যকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পেট্রোকেমের শেয়ার হস্তান্তর সম্বন্ধিত চুক্তি অনুসারে সংশ্লিষ্ট সংস্থাটি রাজ্যের থেকে প্রায় ২০০০ কোটি টাকা পায়। সেটা না পাওয়ায় তারা আইনি পথে হাঁটেন।