করোনার টিকাকরণে মাইলফলক তৈরী করল ভারত সরকার

ভারতের করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধ করতে সব চেয়ে সংখ্যক মাত্রায় টিকাকরণের লক্ষ্য মাত্র নিয়েছিল দেশ৷ এবার পূরণ হলো সেই লক্ষ্য৷ ১০০ কোটির মাইলফলক পাড় করল দেশ৷ এই সংখ্যা পার করলো মাত্র ২৭৯ দিনে৷ কেন্দ্রের ঘোষণা, দেশ ১০০ কোটি টিকাকরণের রেকর্ড ছুঁল৷ বিশ্বের আর কোনও দেশ এই নজির গড়তে পারেনি৷ ভারতের ধারেকাছেই নেই৷ নিঃসন্দেহে সাফল্যের ইতিহাস লিখল মোদী সরকার৷  

আজ সকালে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী, সকলেই দেশবাসীর সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন৷ সকলকে অভিনন্দনও জানান৷ সকাল ৯টা ৪৮ মিনিটে প্রথম সুখবরটি দেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ তিনি টুইটে লেখেন, “সকল ভারতবাসীকে অভিনন্দন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতায় ও তাঁর সুযোগ্য নেতৃত্বেই এই সাফল্য সম্ভব হল।” 

ভারতকে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক মহল৷ চিনের পর এই প্রথম দেশ হিসাবে করোনার টিকাদানে বিরাট কৃতিত্ব অর্জন করেছে ভারত। বুধবার পর্যন্ত দেশের ৯৯ কোটি ৭০ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছিল। আজ সকালে টিকাকরণ ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রের তথ্য অনুযয়ী, ইতিমধ্যেই দেশের ৭৪ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার প্রথম ডোজ পেয়েছেন। ৩১ শতাংশ নাগরিক করোনা টিকার দুটি ডোজই পেয়ে গিয়েছেন।

অন্যদিকে আজকের এই দিনটাকে বিশেষ ভাবে উদযাপন করবে কেন্দ্র৷ বড়সড় পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার এই মাইলফলক উদযাপন করার জন্য।দিল্লির লালকেল্লায় উড়বে দেশের সবচেয়ে বড় জাতীয় পতাকা৷ সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷ টিকাকরণের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে বিশেষ তথ্যচিত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ অন্যদিকে টিকাকরণের এই সাফল্যকে আগামী পাঁচ রাজ্যের নির্বাচনে কাজে লাগাতে চাইবে গেরুয়া শিবির৷

এই উপলক্ষে জনপ্রিয় গায়ক কৈলাস খেরের একটি গান ও একটি ভিডিও লঞ্চ করা হবে। সেটি লঞ্চ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এছাড়াও ১ হাজার ৪০০ কেজি ওজনের একটি পতাকা উত্তোলন করা হবে লালকেল্লায়, বলে সূত্রের খবর।

Leave a Reply