লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের। ভোটের দিন ছুটি ঘোষণা রাজ্যের। নির্বাচন কমিশন এই ভোট পরিচালনার দায়িত্বে থাকলেও রাজ্য সরকারের পরিকাঠামোর উপর নির্ভর করেই ভোট হয়।
তাই রাজ্যের ২২টি জেলার যে সমস্ত জায়গায় পঞ্চায়েত ভোট হবে, সেই সব স্থানে এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা নবান্নের। নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। বলা হয়েছে, পঞ্চায়েত ভোটের অধীনে থাকা এলাকার সরকারি, সরকারি সংস্থা, স্বয়ংশাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই ছুটি থাকবে।
যাতে সাধারণ মানুষজন ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার বাণিজ্যিক, বেসরকারি সংস্থাগুলির কর্মীরা যাতে পঞ্চায়েত ভোটে অংশ নিতে পারেন এই বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি পেশ করবে শ্রম দফতর। অন্যদিকে, যে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি ভোটগ্রহণের কাজে ব্যবহার করা হবে সেখানে বেশি ছুটি দেওয়া হয়েছে।