সাধারণ মানুষের কথা চিন্তা করে, তাদের সুবিধার্থে আরও এক নিয়ম বদল করলো রাজ্য সরকার। ডায়েড-ইন-হারনেস পরীক্ষার নিয়ম পূর্বের তুলনায় সরল করল রাজ্য। কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মচারীর হঠাৎ মৃত্যু হলে সেই চাকরি তাঁর কোনও নিকটাত্মীয়কে দেওয়া হয়।
সম্প্রতি সেই পরীক্ষার নিয়ম সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। ডায়েড-ইন-হারনেস পরীক্ষার বিধিতে নানা জটিলতা থাকায় অনেক সময়ই মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরি পেতে অসুবিধায় পড়তে হয়। যার দরুন সঠিক সময় মতো নিয়োগও সম্ভব হচ্ছে না।
সম্প্রতি এই নিয়ে একটি নির্দেশিকা দিয়ে অর্থ দফতর জানিয়েছে, শূন্যপদের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের জেলা অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা যাবে। যার দ্বারা জটিলতা কমবে। কারণ এর জন্য শুরুতেই কম্পিউটার যোগ্যতা বা পরীক্ষায় বাধ্যবাধকতা নেই। পাশাপাশি নিয়মমাফিক পদোন্নতিও হবে।