বড় খুশির খবর, রাজ্যে বাড়তে চলেছে মেডিকেল কলেজের সংখ্যা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার আরও এক ঘোষণা, বর্তমানে মোট ২৩ টি মেডিকেল কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে। ক্রমাগত বাড়ছে রোগীর চাপ। এই অবস্থায় সরকার চাইছে বাড়ানো হক মেডিকেল কলেজের সংখ্যা।

রাজ্যে নতুন মেডিকেল কলেজ খোলা একান্ত দরকার। আরো নতুন চারটি মেডিকেল কলেজ খোলার বিষয়ে আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। জানা গেছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মাণ্ডব্য এই আবেদনে মৌখিকভাবে সাড়া দিয়েছেন।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। রোগীদের সুবিধার্থে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে জেলা ও মহাকুমা হাসপাতালগুলিতে। প্রতিটি ব্লকে কেন্দ্রীয় প্রকল্প ন্যাশনাল হারবাল হেলথ মিশনে সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে।