বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে শীঘ্রই ফের বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। নবরাত্রি থেকে দীপাবলির মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
পূর্বে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পরামর্শ দেওয়া হলেও এবার ৪% ডিএ বাড়তে পারে। বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশে দাঁড়ায়। জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হয়েছে।
এবার ৪ % হারে ডিএ বাড়ানো হলে তা গিয়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। এই হিসাব ধরে চললে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে মহার্ঘ ভাতার পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে। উৎসবের মরসুমে এই বছরে দ্বিতীয় বারের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকে চেয়ে রয়েছেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এবার মোদী সরকার কী আপডেট দেয় সেটাই দেখার।