করোনা সংক্রমণের আবহে দিন দিন বাড়তে থাকা জ্বালানির দাম নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মধ্যবিত্তরা৷ টান পড়ছে ভাঁড়ারে৷ সংসার চালাতে গিয়ে হিমশিম অবস্থা৷ এমাবস্থায় দীপাবলির আগে আম জনতার জন্য সুখবর৷ দাম কমছে ভোজ্য তেলের৷ তেল সংস্থাগুলির সংগঠন সলভেন্ট এক্সট্র্যাক্টর অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, প্রতি কেজিতে ৩ থেকে ৫ টাকা কমবে ভোজ্য তেলের৷
এর আগে কেন্দ্রের তরফেও ভোজ্য তেলের দাম কমানোর জন্য পদক্ষেপ করা হয়েছিল৷ গত ৩১ অক্টোবর প্রতি কেজি পাম তেলের দাম ১৬৯.৬ টাকা থেকে কমিয়ে ১৩২.৯৮ টাকা করা হয়েছিল। দাম কমেছিল সোয়া তেলেরও৷ তবে সরষের তেল, বাদাম তেল ও সূর্যমূখী তেলের দামে সেই সময় কোনও হেরফের হয়নি৷ অবশেষে উৎসবের মরশুমে দাম কমানোর সিদ্ধান্ত নিল তেল সংস্থাগুলি।
গত অক্টোবর মাসে আমদানি শুল্ক ও কৃষি কর কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ভোজ্য তেলের দাম কী ভাবে কমানো যায় তা ঠিক করতে গত মাসের শেষেই আলোচনায় বসেছিল কেন্দ্র ও রাজ্যগুলি৷ রাজ্যগুলিকে ভোজ্য তেল এবং তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা বেঁধে দিতে বলা হয়৷ এই ভাবে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে কেন্দ্র। যদিও সরকারের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার জরেই ভারতের বাজারে প্রভাব পড়ছে৷ তবে বিভিন্ন ভাবে তেলের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার৷