পরিস্থিতি সামাল দিতে আগামীকাল বৈঠক গেরুয়া শিবিরের

পুরভোটে একের পর এক ঝড় তুলেছে সবুজ। বড়ো ধাক্কার মুখে পড়েছে সবুজ। ১০৮ পুরসভার নির্বাচনে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর গড় হোক, সুকান্ত মজুমদারের গড় হোক কিংবা দিলীপ ঘোষ, অর্জুন সিং, সব জায়গায় আজ উড়ছে সবুজ পতাকা। বাকি পুরসভা তো দূর, কেউ নিজের ঘরে জিততে পারেননি। বিধানসভা ভোট নিয়ে এখনও পর্যন্ত সব ভোটেই তৃণমূলের কাছে হেরেছে বিজেপি বাহিনী। এমতাবস্থায় ‘চিন্তন বৈঠকে’ বসতে চলেছে তারা।

জানা গিয়েছে, আগামীকাল ৫ মার্চ এই ‘চিন্তন বৈঠকে’ বসতে চলেছে গেরুয়া শিবির। রাজ্যের সব জেলার সভাপতি, বিধায়ক এবং রাজ্যের পর্যবেক্ষক, সকলকে এই বৈঠকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ভোটে বিপর্যয় হয়েছে এই ভাবনা নিয়ে এই বৈঠক ডাকেনি বিজেপি। তারা প্রথম থেকে যে দাবি করে আসছিল যে, ভোটে সন্ত্রাস হয়েছে, তৃণমূল ছাপ্পা ভোট করিয়েছে, সেই দাবিতেই তারা অনড়। তবে এই বৈঠকের কারণ কী? বিজেপি সূত্রে খবর, দল যে দাবি করছিল সেই ভিত্তিতে যদি সেদিন রাস্তায় থাকতে পারত তাহলে হয়তো ফল অন্যরকম হত। সেই পরিপ্রেক্ষিতেই পরবর্তী দিশা ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে।

বিজেপি নেতৃত্ব মনে করছে, সাংগঠনিকভাবে দল দাঁড়াতে ব্যর্থ হয়েছে। সংগঠন আরও মজবুত করে আগামী দিনে পথে নামতে হবে এবং তার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে যাতে তার একটা দিশা পাওয়া যায়। দলের সংগঠন মজুবত করতে গেলে দলকে তৃণমূল স্তর থেকে ঢেলে সাজাতে হবে, এমনটাই ভাবনা বিজেপির। উল্লেখ্য, কার্যত ভোটের ফল চূড়ান্ত হয়েই গিয়েছে। ১০৮ পুরসভার মধ্যে তৃণমূল জিতেছে ১০২ টি। বিজেপি শূন্য।