আবারও বড়সড় ভাঙ্গনের মুখ দেখল বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের চাহিদা অনুযায়ী ফল করতে পারেনি বিজেপি। তার ওপর চলছে একের পর এক দল বদলের পালা। সদ্য নির্বাচিত বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিষ্ণুপুরের বিধায়ক বিজেপি ছাড়ার পর বর্তমানে রাজ্যে গেরুয়া শিবিরের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৭৪। অর্থাৎ রাজ্যে বিজেপি আগের থেকেও আরো একটু বেশি চাপে পড়ল তা বলাই বাহুল্য। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তন্ময়বাবু তৃণমূলে নাম লেখান। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়ক তন্ময় ঘোষ বলেন, ‘রাজ্যে উন্নয়ন যজ্ঞে অংশ নিতেই তিনি তৃণমূলে যোগ দিলেন।” পাশাপাশি তিনি রাজ্যের সকল স্তরের নেতৃত্বকে তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এই দলবদল প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিজেপির নিজের দলের লোক এবং জনপ্রতিনিধিরাই বুঝতে পারছে যে তারা প্রতিহিংসামূলক রাজনীতি করছে এখন। নির্বাচনে হেরে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইয়ে না পেরে এখন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে তারা। কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে বাংলার মানুষকে ছোট করতে চাইছে সেটা একদম পরিষ্কার।