খড়িবাড়ির বুড়াগঞ্জে নতুন রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ। শুক্রবার খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাদলভিটায় ১.৫ কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ।আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে ১৯ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা করা হবে বলে জানান কিশোরী মোহন সিংহ।এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা সুষমা মার্ডি,প্রদীপ মিশ্র সহ অন্যান্যরা।
Related Posts
Disability identification camp organized in Naxalbari
Naxalbari, August 07: In a significant initiative by Alimco, an organization under the Government of India and managed by Bidhannagar Social Welfare Society, a Disability Identification Camp was successfully organized in Naxalbari.A large number of people from Kharibari, Phansidewa and…
আন্দোলনে নামলেন অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল বেশ কিছু স্বেচ্ছাসেবী
এবার আন্দোলনে নামলেন অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষসহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আগামী ৯ সেপ্টেম্বর ভোর ৪টে ১০ মিনিট থেকে সকাল ৬টা অবধি শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হল। রাত দখলের পর এবার শিলিগুড়িতে হাসমিচকে ভোরের দখল…
শিলিগুড়ির জলপাই মোড়ে, কোচবিহার থেকে দক্ষিণ বঙ্গ গামী বাস থেকে উদ্ধার হলো প্রায় ৯ কেজি গাঁজা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ শুক্রবার রাতে জলপাই মোড় এলাকায় বিভিন্ন যানবাহন থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই তল্লাশি চালানোর সময় কোচবিহার থেকে দক্ষিণ বঙ্গ গামী একটি বাস থেকে শুক্রবার রাতে উদ্ধার হলো প্রায় 9 কেজি গাঁজা। এই ঘটনায় দুজনকে…