চাঞ্চল্যকর পরিস্থিতি, আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল পাকিস্তান। পদযাত্রায় এসে এক দুষ্কৃতীর হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। খবর অনুযায়ী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এদিকে, যে গুলি চালিয়েছে, সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে।
ঘটনা সম্পর্কে এও জানা গিয়েছে, শুধুমাত্র প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান আহত হননি, তাঁর ম্যানেজার সহ আরও চারজন এই গুলি চলার ঘটনায় আহত হয়েছেন। তাঁদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা ছাড়াও আরও কয়েকজনকে আটক করা হয়েছে ঘটনায় জড়িত থাকার সন্দেহে। গোটা এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশের অনুমান, ইমরান খানকে গুলি করাই মূল উদ্দেশ্য ছিল। সেই মতো পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে।
সূত্রে খবর, বেশ কয়েকজন মিলেই এলোপাথাড়ি গুলি চালিয়েছে। যদিও বন্দুকের নল নীচের দিকে ছিল বলে ইমরান খানের পায়ে গুলি লেগেছে। এছাড়াও কমপক্ষে আরও ৫ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৪ জন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিলেন। একজন শিশুও আহত হয়েছে বলে খবর।