বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ২০১১ সাল থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি, ছিলেন বাংলার খাদ্যমন্ত্রী। এবার প্রায় ১৪ বছর পর বিধানসভায় তাঁর আসনবদল হতে চলেছে। গ্রেফতার হওয়ার পরেও দীর্ঘদিন মন্ত্রী ছিলেন তিনি। তবে পরবর্তীতে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাভাবিকভাবেই তাই বিধানসভায় পুরনো আসনে বসতে বসতে পারবেন না হাবড়ার তৃণমূল বিধায়ক। ইতিমধ্যেই তাঁর জন্য নতুন আসন নির্দিষ্ট করা হয়েছে। ট্রেজারি বেঞ্চের কাছে তৃণমূল কংগ্রেসের মুখ্যসচেতক নির্মল ঘোষের পাশের আসন ঠিক করা হয়েছে বালুর জন্য।