মেজাজ হালারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। প্রযুক্তিগত জটিলতা এবং আদালত-জেল কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির জেরে গত শুক্রবার মামলার শুনানির কথা থাকলেও হাজির করাই হল না পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার হাজিরা না হওয়ায় আজ সোমবার আদালতে সশরীরে পেশ করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

আলিপুর আদালতে ঢোকার পথে মেজাজ হারালেন পার্থ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমের প্রশ্নে রীতিমতো ধমক দিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কি সত্যি? প্রশ্ন শুনেই মেজাজ হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আঙুল উঁচিয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী বললেন, “চুপ করে থাকুন।” সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই মেজাজ হারান প্রাক্তন শিক্ষামন্ত্রী।

প্রেসিডেন্সি জেলে বন্দি হওয়ার দীর্ঘদিন পর সশরীরে আদালতে হাজিরা দিলেন পার্থ। এর আগে ভার্চুয়াল মাধ্যমে আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি। প্রথম দিকে সশরীরে আদালতে হাজিরা দিতে চাইলেও তাঁকে অনুমতি দেওয়া হয়নি। আলিপুর আদালত তাঁকে সশরীরে হাজির হতে বলেছিল৷ কিন্তু তাতে আপত্তি তোলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এর আগে জামিন চেয়ে কখনও কেঁদেছেন কখনও আকুতি-মিনিতে করেছেন৷ এমনকী বলেছিলেন, ‘জামিন না পেলে আমি মরে যাব৷’ তবে এদিন প্রশ্ন শুনে বেজায় চটলেন৷