বিভিন্ন ফসলের পাশাপাশি গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন ফাঁসিদেওয়ার বুদ্ধদেব রায়।শুধুমাত্র শীতকালে নয় বছরের বারো মাসেই গাঁদা ফুলের চাষ করেই সফল হয়েছেন ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের টাওয়াজোত গ্রামের ফুল চাষী বুদ্ধদেব রায়।শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লক মূলত কৃষি প্রধান এলাকা।এখানকার মানুষ সারা বছরেই চাষাবাদের সঙ্গে যুক্ত।বিভিন্ন ফসলের পাশাপাশি এলাকার বহু চাষী বিঘার পর বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করে থাকেন।এবছর বুদ্ধদেব বাবু প্রায় ৬ বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করেছেন। তিনি জানান, প্রায় ৮ বছর ধরে তিনি অন্যান্য ফসলের সঙ্গে ফুল চাষ করে আসছেন। বাজারে ভালো চাহিদা রয়েছে ফুলের।এবছর হলুদ, কমলা ও রক্তগাঁদা ফুলের চাষ করেছেন।প্রতিদিন সকালে ফুল তুলে মালা তৈরী করে শিলিগুড়ির পাইকারি বাজারে নিয়ে যান। বাজার ভালো থাকলে গাঁদা ফুলের দাম ভালো পাওয়া যায়।চাহিদাও থাকে সারাবছর।
Related Posts
A huge quantity of foreign liquor confiscated in Falakata before Durga Puja
Alipurdurwar, September 11: Ahead of Durga Puja, officials of the Falakata police station have seized a huge amount of foreign liquor. Three people have also been detained in the case.On Wednesday, based on a tip-off, the police raided a warehouse…
Siliguri Municipal Corporation (SMC) has taken the initiative to renovate several markets in Siliguri
Siliguri civic body is taking several initiatives to renovate several markets and made some development in the city. On Monday Gautam Deb the Mayor of Siliguri laid the foundation stone for a new fish market at Rathkhola in ward number…
Kalas Yatra organizes on the occasion of Chhath Puja
On the occasion of Chhath Puja, a colorful Kalas Yatra was organized in Jalpaiguri. Chhath Puja started on Friday with the Kalas Yatra. Devotees have started preparations for Chhath Puja on the occasion of Kali Puja. Kamarpara Chhath Puja Committee…