লোকসভা ভোটের চূড়ান্ত ফলাফল আজ, শ্রীলেখার বক্তব্যে চাঞ্চল্য

মোটামুটি সামনে চলে এসেছে ভোটের ফলাফল। এবারের সবুজ ঝড়। গেরুয়া শিবিরকে বুড়ো আঙুল দেখল সাধারণ মানুষ। তবে এখানে বামেরা কিছুটা আশাবাদী ছিল। তবে অবশেষে খাতা খুলতেই পারল না বাম। এবারেও শুন্য। এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মৈত্র। দেখুন কী বললেন।

আজ সকালেই নিজের সামাজিক মাধ্যম থেকে একটি পোস্ট করেন শ্রীলেখা মিত্র। তিনি ছবি পোস্ট করেন কাস্তে হাতুড়ি তারার। তাতে লেখা, ‘এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না’। ক্যাপশনে লেখেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারের ফলাফল যাই হোক…’ শ্রীলেখার এই পোস্ট ঘিরে একের পর এক এক মন্তব্য দেখতে পাওয়া যায়। এক অনুরাগী বলেন, ‘দপ্তর পাল্টাবে না যারা, তারা সঠিক ভাবেই বামপন্থী এবং স্বার্থ নির্ভর রাজনীতি তে বিশ্বাসী নয়৷ কিন্তু দিনশেষে শুধু সমর্থন যথেষ্ট নয়। গ্রামকেন্দ্রিক জায়গাগুলোতে আরও বেশী করে জনসংযোগ দরকার।’