একজোড়া পূর্ণ বাঘ ঢুকে পড়েছে গঙ্গাসাগর মেলায়। নানা,পাশের ম্যানগ্রোভ জঙ্গল থেকে নয়, কাছের গ্রাম থেকে। সাগর মেলায় মানুষের ভীড় বাড়তেই তারা কপিল সৈকতে দাপিয়ে বেড়াচ্ছে। মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে শুরু করেছে। সেই ভিড়ের মধ্যে সমুদ্র সৈকতের এ-প্রান্ত থেকে সে-প্রান্ত দেদার ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। কপিলক্ষেত্রে পূণ্য করতে আসা মানুষজন কাছ থেকে বাঘ দেখার স্বাদ মেটাতে নাওয়া-খাওয়া ভুলে বাঘের পিছু পিছু ঘুরছে। এ বাঘের ‘নখ নেই, দাত নেই, কাউকে সে কাটে না’ কেবল হালুম হালুম করে,মুখভার করে না। বাঘেদের কেরামতি দেখে লুটুপুটি খাচ্ছে আট থেকে আশি সবাই। কাউকে কোন ক্ষতিও করছে না। বিশালদেহী এই দুই রয়েল বেঙ্গল টাইগারদের কাছে পেয়ে পূণ্যার্থী এবং পর্যটকরা রীতিমতো আপ্লুত, খুশির আনন্দে আত্মহারা।
Related Posts
পুরো দেশের সাথে শিলিগুড়ির ইসকন মন্দিরেও করা হল গোবর্ধন পুজো
প্রতিবারের মতো রীতি মেনে শিলিগুড়ির ইস্কন মন্দিরে পালিত হয়েছে গোবর্ধন পুজো। বিগত বছর সংক্রমণ কালে রীতি মেনে পুজো হলেও সব পুজোর অনুষ্ঠানে ভক্তদের উপস্থিত সংখ্যা ছিল অনেক কম৷ তবে এবছর কঠিন পরিস্থিতি কাটিয়ে বিভিন্ন জাগার পাশাপাশি শিলিগুড়ি ইস্কন মন্দিরে মহা…
নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লাগানো হল ‘চোর ধরো জেল ভরো’ পোস্টার
আলিপুরদুয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে “চোর ধরো, জেল ভরো” পোস্টার লাগালো DYFI। গতকাল রাতে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় পোস্টারটি লাগায় DYFI। উল্লেখ্য, সম্প্রতি চুরির একটি পুরানো মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল আলিপুরদুয়ার…
দেবাংশুর ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনার সূত্রপাত
বিগত বেশ কিছুদিন ধরে নতুন জল্পনার সূত্রপাত ঘটেছে রাজ্যের শাসক শিবিরে। জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। তাঁর ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনার সূত্রপাত। দু’বারের সাধারণ সম্পাদক দেবাংশুকে এবার তৃণমূল যুব কমিটিতে রাখা হয়নি। তারপরেই তাঁর ফেসবুক পোস্ট…