একজোড়া পূর্ণ বাঘ ঢুকে পড়েছে গঙ্গাসাগর মেলায়। নানা,পাশের ম্যানগ্রোভ জঙ্গল থেকে নয়, কাছের গ্রাম থেকে। সাগর মেলায় মানুষের ভীড় বাড়তেই তারা কপিল সৈকতে দাপিয়ে বেড়াচ্ছে। মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে শুরু করেছে। সেই ভিড়ের মধ্যে সমুদ্র সৈকতের এ-প্রান্ত থেকে সে-প্রান্ত দেদার ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। কপিলক্ষেত্রে পূণ্য করতে আসা মানুষজন কাছ থেকে বাঘ দেখার স্বাদ মেটাতে নাওয়া-খাওয়া ভুলে বাঘের পিছু পিছু ঘুরছে। এ বাঘের ‘নখ নেই, দাত নেই, কাউকে সে কাটে না’ কেবল হালুম হালুম করে,মুখভার করে না। বাঘেদের কেরামতি দেখে লুটুপুটি খাচ্ছে আট থেকে আশি সবাই। কাউকে কোন ক্ষতিও করছে না। বিশালদেহী এই দুই রয়েল বেঙ্গল টাইগারদের কাছে পেয়ে পূণ্যার্থী এবং পর্যটকরা রীতিমতো আপ্লুত, খুশির আনন্দে আত্মহারা।
Related Posts
সরকারি বাসের আদলে রং বেসরকারি বাসের, বিভ্রান্তিতে যাত্রীরা !
সরকারি বাস ও বেসরকারি বাস নিয়ে বিভ্রান্তি যাত্রীদের মধ্যে। সরকারি বাসের আদলে রং করা হচ্ছে বেসরকারি বাসে। গৌড়বঙ্গ জুড়ে বেসরকারি বাসে দেখা যাছে সরকারি বাসের আদলের রং। আরতার জেরে যাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়ছেন। যাত্রীদের মধ্যে অধিকাংশ সরকারি বাস ভেবে বেসরকারি…
একাধিক অভিযোগের মাঝেই কেন্দ্র সরকারের তরফে প্রকল্প বাবদ কোটি টাকা পেল রাজ্য
জলই হলো জীবন। তৃতীয়বার রাজ্য জয়ের পর একাধিক প্রকল্প চালু করেছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক প্রকল্পের মাঝে অন্যতম হলো। এই ‘জল জীবন মিশন’ প্রকল্পে পশ্চিমবঙ্গকে হাজার কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজ্য সরকার যে কাজ করেছে তার ভূয়সী…
Rain alert for West Bengal: Mamata cuts short Delhi trip by a day
Cutting quick her remain in New Delhi by way of a day, West Bengal Chief Minister Mamata Banerjee again from the national capital on Sunday night to take stock of the scenario in the state in the wake of horrific…