বাড়ছে আতঙ্ক, ধীরে ধীরে রাজ্যে আরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। নতুন করে বাড়তে থাকা ডেঙ্গু চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর।

রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে বেড়েছে বলে খবর। আরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি। ইতিমধ্যে জানা গিয়েছে, এই রোগে আক্রান্ত হয়েছেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আপাতত তিনি শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে এই রোগের বাড়বাড়ন্ত স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে। কলকাতা পুরসভা একাধিক বৈঠক করেছে এই ইস্যুতে, কী কী করণীয় তার একটা পরিকল্পনাও করা হয়েছে। কিন্তু যা বোঝা যাচ্ছে, এখন পর্যন্ত তেমন কোনও লাভ হচ্ছে না।

রাজ্যে নতুন করে ৫৩৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য ভবন সূত্রে খবর। শেষ কয়েকদিনে বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছে যাদের মৃত্যু শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ আছে।

কলকাতার ৬, ২৬, ৫৩, ৫৯, ৬৯, ৭৪, ৮২, ৮৩, ৯৩, ৯৪, ১১২, ১১৭ ও ১২১ নম্বর ওয়ার্ডকে অতি ডেঙ্গু প্রবণ। এছাড়াও বাগুইআটি, বিধাননগর এলাকায় বাড়ছে এই রোগ। অন্যদিকে জানা গিয়েছে, দেশের একটি শীর্ষস্থানীয় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেয়েছে।