অভিমান করে বেরিয়ে যাওয়া নিখোঁজ ছেলেকে খুঁজতে থানার দারস্থ বাবা

পরীক্ষা ভালো না হওয়ায় ছেলেকে বাড়িতে বকাবকি করেছিলেন বাবা। এরপর প্রাইভেট টিউশনি‌তে যাওয়ার নাম করে আচমকাই নিখোঁজ হয়ে যায় নবম শ্রেণীর এক ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকায়।

শনিবার ওই ছাত্রকে মালদার ফরাক্কায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নবম শ্রেণির ওই ছাত্রের নাম শুভদীপ দাস। জলপাইগুড়ি‌র হোলি চাইল্ড স্কুলের ছাত্র সে। ছেলের আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় একরকম দিশেহারা হয়ে পড়েন তার বাবা সুদীপ দাস। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন তিনি। অভিযোগ দায়ের করতে এসে থানার মধ্যেই বারবার কান্না‌য় ভেঙে পড়েন।
তিনি বলেন, ছেলের পরীক্ষা ভালো না হওয়ায় তাকে বাড়িতে বকাবকি করছিলেন। এজন্য টিউশনি পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে অভিমান করে কোথাও চলে যায়। পরবর্তীতে তারা খোঁজ নিয়ে জানতে পারেন যে, টিউশনি পড়ার দিন ছিল না। বন্ধুদের কাছে খোঁজ খবর করে জানতে পারেন পরীক্ষার ফল খারাপ হওয়ার কারণে সে কলকাতার উদ্দেশে বেরিয়ে পড়েছিল। অনেক খোঁজাখুঁজির পর ছেলে‌কে না পেয়ে শুক্রবার রাতেই বাবা সুদীপ দাস জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত নেমে পুলিশ মালদা‌র ফরাক্কা থেকে ছেলেটিকে উদ্ধার করেছে বলে শেষ পাওয়া খবরে জানা গেছে।