মৌ স্বাক্ষরিত হলেও কারখানা তৈরি হয়নি এখনো

পূর্ব ঘোষনা মতোই নির্ধারিত সময়েই শুরু হয়েছে বিশ্ব বঙ্গ সম্মেলন। এই শিল্প সম্মেলনে একাধিক শিল্পপতি বাংলায় বিনিয়োগের ঘোষণা করেছেন। কিন্তু এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে মুর্শিদাবাদ। আগে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুর্শিদাবাদে ই-বাস কারখানা তৈরির জন্য মউ স্বাক্ষরিত হয়েছিল।

কিন্তু সেই কাজ আর এগোয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী রেজিনগর শিল্প তালুকের উদ্বোধন করে উদ্যোগপতিদের শিল্প গড়ার ডাক দেন। কিন্তু, এখনও পর্যন্ত বিদ্যুৎ বণ্টন দফতর ছাড়া কেউ এগিয়ে আসেননি। মাত্র ৩১ শতাংশ জমি হস্তান্তর হয়েছে। সেখানেই ই-বাস ফ্যাক্টরির উদ্যোগ নিয়েছিল সরকার।

ইলেকট্রিক বাস সার্ভিস কম্পানি ই মোবিলিটি প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্ষিও স্বাক্ষরিত হয় গত গ্লোবাল বিজনেস সামিটে। সেই চুক্তি অনুযায়ী ৩ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে ওই কোম্পানি। চাহিদা অনুযায়ী প্রতি বছরে দেড় হাজার ই-বাস তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে জেলায় প্রায় দেড় হাজার কর্মসংস্থান হবে বলেই আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি।