চলতে থাকা তদন্তের মাঝেই বিস্ফোরক মন্তব্য পার্থর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন।

শিক্ষক কেলেঙ্কারি মামলায় এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে আনলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হল সেখানেই উঠে এল মুখ্যমন্ত্রীর নাম। রীতিমতো বিস্ফোরণ ঘটালেন পার্থ।

এদিন পার্থ বলেন, “নিয়োগ সংক্রান্ত পলিসি বিষয়ে তার ভূমিকা নেই। পলিসি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়। মন্ত্রিসভার সচিব সেই রিপোর্ট দেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট জমা দেন মুখ্যসচিবকে। সেই রিপোর্ট মুখ্যসচিব রিপোর্ট জমা দেন মুখ্যমন্ত্রীকে।“