শীত পুরোপুরি ভাবে বিদায় নিয়ে আগমন ঘটেছে গরমের। কিন্তু গরমের শুরুতেই কালবৈশাখীর আভাস দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ থেকেই ঝড়ের আঁচ মিলবে বলে অনুমান করা হচ্ছে। এরই মাঝে শনিবার পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণে দক্ষিণবঙ্গে কিছুটা ঝড়ো হাওয়া বইতেই পারে তবে তা গরমের অনুভূতিতে তেমন কোনও প্রভাব ফেলবে না। আপাতত অনুমান করা হচ্ছে, আগামী বুধবার থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার বদল ঘটবে।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে এক অক্ষরেখা বিহার, ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়েও বিস্তৃত হয়েছে। তার ফলে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে শনিবার থেকেই মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আভাস মিলেছে।