বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় অভিযোগ এক ইডি অফিসার একটি বা দুটি নয়, ১৬টি ফাইল ইডি লিপ্স এন্ড বাউন্স কোম্পানির কম্পিউটার থেকে ডাউনলোড।
এই পরিস্থিতিতে ওই অফিসারকে গুয়াহাটিতে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ইডি জানয়েছে, ওই ঘটনার পরে একটি বিভাগীয় তদন্ত হয়েছে। তার পরেই সংস্থা ওই অফিসারকে বদলির সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে লিপস অ্যান্ড বাউন্ডসে যখন গোয়েন্দারা টানা তল্লাশি চালাচ্ছিলেন সেই সময় অফিসে উপস্থিত ছিলেন সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়।
এই চন্দনই ইডি-র গোয়েন্দাদের বিরুদ্ধে সংস্থার একটি কম্পিউটারে ১৬টি ফাইল অচেনা ডাউনলোডের অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছে।