স্টিকার বিভ্রাটে ফের রাস্তায় নেমে বিক্ষোভ ই-রিক্সা চালকদের

ই-রিক্সার স্টিকার নিয়ে মঙ্গলবারের পর বুধবার ফের বিক্ষোভে সামিল হল ই-রিক্সা চালকেরা। মূলত শিলিগুড়ি শহরে হাজার হাজার ই-রিক্সা চলাচলের ফলে যানজট মারাত্মক আকার ধারণ করে বলে অভিযোগ, বিশেষ করে প্রধান সড়ক গুলিতে ই-রিক্সার কারণে বড় গাড়ি চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয় বলেও অভিযোগ। তার ওপর ইরিক্কার কারণে অটো চালকরা যাত্রী কমে গিয়েছে বলে অটো চালকদের অভিযোগ। মাঝে মধ্যে অটো চালক ও ই-রিক্সা চালকদের মধ্যে সংঘর্ষের মতো ঘটনাও ঘটে চলেছে। মাঝে টিন নাম্বার ছাড়া কোনো ই-রিক্সার প্রধান সড়কে চলাচল ছিল নিষিদ্ধ। এদিকে দুর্গাপুজোর আগে শিলিগুড়িতে ই-রিক্সা গুলিকে ট্রাফিক পুলিশের তরফে সবুজ, হলুদ, নীল, বেগুনী রঙের স্টিকার লাগিয়ে চারটি রুটে আলাদা করে দেওয়া হয়েছিলো।

প্রতিটি রঙের স্টিকার লাগানো ই-রিক্সাগুলিকে আলাদা আলাদা রুট করে দেওয়া হয়েছে। কিন্তু সেই স্টিকারের সমস্যা নিয়েই সরব হয়েছে চালকেরা। বুধবার সেবক রোডে পায়েল সিনেমা হলের সামনে ই-রিক্সা চালকেরা রাস্তায় বিক্ষোভ দেখান। ই-রিক্সা চালকেরা অভিযোগ তাদের ভেনাস মোড় থেকে বিধান রোড হয়ে চেকপোস্ট পর্যন্ত রুট দেওয়া হয়েছিল। কিন্তু তারা চেকপোস্ট থেকে ভেনাস মোড় ঘুরে আসতে পারছে না। তাদের বলা হয়েছে চেকপোস্ট থেকে ইস্টার্ন বাইপাস ধরে ঘুরে আসতে হবে। ই-রিক্সা চালকদের দাবি এরফলে সমস্যার সম্মুখীন হয়েছে ই-রিক্সা চালকেরা। তারা চান নতুন নিয়ম বন্ধ করে সব আগের অবস্থায় ফিরে আসুক। এর পাশাপাশি তারা এটাও জানিয়েছেন তাদের সমস্যার সমাধান না করা হলে তারা আন্দোলনে নামবে এবং ই-রিক্সা চালানো বন্ধ করে দেবে।